বিজেপি ও তৃণমূলকে তীব্র আক্রমন বামফ্রন্ট চেয়ারম‍্যান বিমান বসুর

12th January 2021 7:42 pm বাঁকুড়া
বিজেপি ও তৃণমূলকে তীব্র আক্রমন বামফ্রন্ট চেয়ারম‍্যান বিমান বসুর


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বাঁকুড়ায়  এসে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর । বাঁকুড়ায় সিপিআইএমের একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , অনাস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অনাস্থা প্রস্তাব বিধানসভা ডাকলে পরে হবে আমি শুনছি দুদিনের বিধানসভা ডাকবে তাহলে দুদিনের বিধানসভায় তো অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে না । তিনি বলেন সুজন চক্রবর্তী এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান উভয়ের চিঠি দিয়েছেন যে বিধান সভা ডাকা হোক । বাংলায় নিমের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন নিম নিজে আসছে না কেউ নিয়ে আসছে আগে এটা সিদ্ধান্ত নিতে হবে । এছাড়াও তিনি বলেন মৌলবাদী চিন্তায় রাজ্যের মানুষকে ভবানোর চেষ্টা করা হচ্ছে এর জন্য তিনি বলেননি দায়ী করেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে । তবে বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে আগামী দিনে বাংলায় লড়াই করবে বলে তিনি জানান । নির্বাচনী প্রচার যৌথভাবে হবে কিনা তা নিয়ে এখনও আলোচনা হয়নি বলে জানান তিনি । এছাড়াও তিনি বলেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে রাজনৈতিক দল নিজেদের ক্রেডেনশিয়াল নিয়ে লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে আছি । এছাড়াও তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানানো বলেন তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস থাকাকালীন যে কটা নির্বাচন হয়েছে সব কোর্টের নির্দেশ মত হয়েছে এবং বামফ্রন্টের প্রশংসা করে তিনি বলেন বামফ্রন্টের সময়ে নির্দিষ্ট সময়ে ভোট হয়েছে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।